চট্টগ্রামের পটিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক তরুণ ও তার পরিবারের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন এবং পুলিশি প্রভাব খাটানোর গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় টুরিস্ট পুলিশের এক সদস্যসহ চারজনের বিরুদ্ধে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।অভিযোগকারী তৌহিদুল ইসলাম (১৮)। তিনি পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের দক্ষিণ শ্রীমাই গ্রামের বাসিন্দা। লিখিত অভিযোগে যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা হলেন ১) ফয়সাল আজা (প্রকাশ জুমান), টুরিস্ট পুলিশের সদস্য,২) কাইফাল আজাদ (প্রকাশ তাইভান), আরআরএফ সদস্য,৩) ফাহিমুল আজাদ (প্রকাশ রুমান),৪) আবুল কালাম আজাদ (পিতা মৃত ফজল আহমদ)।উল্লেখিত ২ ও ৩ নম্বর অভিযুক্তের পিতা আবুল কালাম আজাদ।অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারকে বিভিন্ন সময় ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ৩ ডিসেম্বর ২০২৫ বিকেলে পটিয়া থানার প্রতিনিধিদের উপস্থিতিতে জমি পরিমাপ চলাকালে অভিযুক্তরা ভুক্তভোগীর বসতঘরের উঠানে প্রবেশ করে পরিমাপ কাজে বাধা প্রদান করে।এ সময় বাধার প্রতিবাদ করলে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তৌহিদুল ইসলাম ও তার পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এতে তৌহিদুল ইসলাম শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। একই সঙ্গে অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার পর পটিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে অভিযুক্তদের প্রভাবের কারণে তা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে একটি জিডি গ্রহণ করা হলেও উচ্চপদস্থ কর্মকর্তার মাধ্যমে চাপ প্রয়োগ করে সেটি বাতিল করানো হয় বলে তিনি দাবি করেন।এদিকে জানা গেছে, সংশ্লিষ্ট জমি বিরোধ নিয়ে পটিয়া ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নং ১০৫৮/২৫ বর্তমানে বিচারাধীন রয়েছে।আইনগত প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত ভুক্তভোগী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির কাছে লিখিত অভিযোগ দায়ের করেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তসহ অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।