বগুড়ার শাজাহানপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় খরনা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মনজুরুল হোসেন মঞ্জুসহ তিনজনের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের লটাগাড়ি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।সরেজমিনে জানা যায়, ওই গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মামুন মিয়া (৫০) ও তার স্ত্রী রেশমা বেগম (৪০) দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এতে স্থানীয় যুব সমাজসহ পুরো গ্রামে মাদকের বিস্তার ঘটছে বলে অভিযোগ গ্রামবাসীর। এ বিষয়ে প্রতিবাদ জানান বিএনপি নেতা মঞ্জু।প্রত্যক্ষদর্শীরা জানান, মাদক ব্যবসায় নিষেধ করলে মামুন মিয়া ও সহযোগীরা মঞ্জুর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এসময় শফিকুল ইসলাম, নুরুন্নবী ও মামুন একত্রিত হয়ে মঞ্জুর উপর হামলা চালায়। হামলা ঠেকাতে গেলে মঞ্জুর ভাতিজা কৃষক দল নেতা আদম (২৫) এবং রানা মিয়া (২৮) আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মামুনের একটি মোটরসাইকেল আটক করে থানায় নিয়ে যায়।বিএনপি নেতা মঞ্জু বলেন, “সারাদেশে মাদকের ভয়াবহতা ছড়িয়ে পড়েছে। আমার গ্রামও এর বাইরে নয়। আমি বারবার নিষেধ করার পরও মামুন মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। আজ প্রতিবাদ করায় তারা আমাকে ও আমার স্বজনদের উপর হামলা চালিয়েছে। আমি থানায় অভিযোগ করেছি এবং আইনিভাবে দোষীদের শাস্তি দাবি করছি।”অভিযুক্ত মামুনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।শাজাহানপুর থানার এসআই মেহেদী হাসান জানান, “ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযুক্তের মোটরসাইকেল জব্দ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”