লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টা ১৫ মিনিটে ৭১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী ও চার সন্তান রেখে গেছেন।রোববার দুপুরে তাঁর মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সর্বস্তরের মানুষের ভালোবাসা আর শ্রদ্ধায় সিক্ত হওয়ার পর মরদেহ নেওয়া হবে কুষ্টিয়ায়। সেখানেই মা–বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন এ লালনকন্যা।এদিকে, দেশের বাইরে অবস্থান করায় সরাসরি উপস্থিত হতে পারেননি গানের নন্দিত শিল্পী রুনা লায়লা। তবে তিনি ভিডিওকলের মাধ্যমে ফরিদা পারভীনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।