বাগেরহাটের চারটি আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে বাগেরহাট সর্বদলীয় কমিটির ডাকে পালিত হল সকাল সন্ধ্যা হরতাল।
বাগেরহাট জেলায় ভোর ছয়টার থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অন্তত ৮০টি জায়গায় পিকেটিং এর মাধ্যমে হরতাল পালিত হয়। এ সময় বাগেরহাটবাসী রাস্তায় কাঠের গুড়ি, গাড়ির টায়রা আগুন, এবং স্লোগান দিয়ে হরতালের সমর্থনে রাস্তায় ছিল।
এতে বাগেরহাট জেলার সাথে বাংলাদেশের সকল জেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
ভোগান্তিতে পড়ে দূর দূরান্তের যাত্রীরা। ঘন্টার পরে ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকে যাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।
এদিকে সর্বদলীয় কমিটির থেকে জানানো হয় তাদের দাবি মানা না হওয়া পর্যন্ত তারা রাজপথেই থাকবে।
আপনার মতামত লিখুন