
উত্তর আফ্রিকার উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা একটি নৌকায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক। সোমবার (স্থানীয় সময়) রাতে ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে পৌঁছানো ওই নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করে দেশটির কোস্টগার্ড ও ফিন্যানশিয়াল পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
প্রায় ১০ মিটার লম্বা নৌকাটিতে মোট ৫২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৫১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও যাত্রাপথেই এক বাংলাদেশির মৃত্যু হয়। প্রাথমিক ধারণা, নৌকার জ্বালানি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহটি লাম্পেদুসার কালা পিসানা মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সিরিয়া ও সুদানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে দুজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্কও আছে। ইতোমধ্যে তাদের ইতালির দক্ষিণাঞ্চলীয় ইমব্রিয়াকোলা জেলার অভিবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
অভিবাসীরা জানায়, সমুদ্রযাত্রার সময় এক যাত্রী পানিতে পড়ে যায়। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তার খোঁজ মেলেনি।
ইতালি সরকারের কড়াকড়ি সত্ত্বেও সমুদ্রপথে অনিয়মিত অভিবাসীর প্রবাহ থামেনি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ইতালিতে পৌঁছেছে ৪৩ হাজার ৮৬০ জন অভিবাসী। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৪২ হাজার ৯৯৯।
চলতি বছর অভিবাসীদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে ১৩ হাজার ২৭১ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছে। দ্বিতীয় অবস্থানে আছে ইরিত্রিয়ার নাগরিকরা, এরপর মিসর, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া ও সোমালিয়ার অবস্থান।
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫
উত্তর আফ্রিকার উপকূল থেকে ইতালির উদ্দেশ্যে যাত্রা করা একটি নৌকায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি যুবক। সোমবার (স্থানীয় সময়) রাতে ইতালির লাম্পেদুসা দ্বীপের কাছে পৌঁছানো ওই নৌকা থেকে তার মরদেহ উদ্ধার করে দেশটির কোস্টগার্ড ও ফিন্যানশিয়াল পুলিশ। তবে নিহতের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
প্রায় ১০ মিটার লম্বা নৌকাটিতে মোট ৫২ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ৫১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও যাত্রাপথেই এক বাংলাদেশির মৃত্যু হয়। প্রাথমিক ধারণা, নৌকার জ্বালানি থেকে নির্গত বিষাক্ত ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহটি লাম্পেদুসার কালা পিসানা মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।
উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, মিসর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সিরিয়া ও সুদানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে দুজন নারী ও একজন অপ্রাপ্তবয়স্কও আছে। ইতোমধ্যে তাদের ইতালির দক্ষিণাঞ্চলীয় ইমব্রিয়াকোলা জেলার অভিবাসনকেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
অভিবাসীরা জানায়, সমুদ্রযাত্রার সময় এক যাত্রী পানিতে পড়ে যায়। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই তার খোঁজ মেলেনি।
ইতালি সরকারের কড়াকড়ি সত্ত্বেও সমুদ্রপথে অনিয়মিত অভিবাসীর প্রবাহ থামেনি। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ইতালিতে পৌঁছেছে ৪৩ হাজার ৮৬০ জন অভিবাসী। গত বছরের একই সময়ে এ সংখ্যা ছিল ৪২ হাজার ৯৯৯।
চলতি বছর অভিবাসীদের তালিকায় শীর্ষে রয়েছে বাংলাদেশ। ইতিমধ্যে ১৩ হাজার ২৭১ জন বাংলাদেশি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছেছে। দ্বিতীয় অবস্থানে আছে ইরিত্রিয়ার নাগরিকরা, এরপর মিসর, পাকিস্তান, সুদান, ইথিওপিয়া ও সোমালিয়ার অবস্থান।
মোবাইল নাম্বারঃ +8801602460060
Email: hr.channela@gmail.com
বিজ্ঞাপনঃ +8801602460060
info@channelabd.com
আপনার মতামত লিখুন