সাধ থাকলেও সাধ্য নেই। আবার পরিশ্রম করতেই সময় শেষ বিনোদন নেওয়ার সময় পান না এমন কর্মীদের জন্য এবার অভিনব এক উদ্যোগ নিয়েছেন সংযুক্ত আরব আরব আমিরাতের এক ধনাঢ্য ব্যবসায়ী আনিস সাজান। নিজের প্রতিষ্ঠানের কর্মীদের জন্য ৭০০ টিকিট কিনেছেন তিনি।
সব টিকিট এশিয়া কাপের ম্যাচের।
টিকিট কেনার বিষয়টি খালিজ টাইমসকে নিশ্চিত করেছেন ডানিউব গ্রুপের ভাইস-চেয়ারম্যান আনিস। পর্দার পেছনে কাজ করে যাওয়া কর্মীদের পুরস্কৃত করার জন্যই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। এতে করে কর্মীরা স্বীকৃতি, মনোবল বৃদ্ধি ও স্মৃতি সংগ্রহ করতে পারবে বলে জানান এই ব্যবসায়ী।
আমিরাতে এমন ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ খুব একটা হয় না বলেই এবার তা কাজে লাগাতে চেয়েছেন আনিস।
তিনি বলেছেন, ‘আমিরাতে এ রকম ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ খুব কমই পাওয়া যায়। যখন এসব সুযোগ পাওয়া গেছে তখন আমি নিশ্চিত করতে চেয়েছি যে যারা পর্দার আড়ালে অক্লান্ত পরিশ্রম করে তারাও যেন এই আনন্দ ও উদযাপনের অংশ হতে পারে।’
আপনার মতামত লিখুন