দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আর পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরে গিয়ে দুপুর ১১টায় জানা গেছে ভারতের তেলেঙ্গানা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়ায় গতকাল দিনভর গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। যদিও রাতে বৃষ্টি কিছুটা কমে আসে, তবে ভোর থেকে উপকূলীয় এলাকায় আবারও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। টানা বৃষ্টিতে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে, ভোগান্তিতে পড়েছেন সকল শ্রেণীর মানুষ। বিশেষ করে চরম দুর্ভোগে রয়েছেন নিম্ন আয়ের শ্রমজীবীরা।
এদিকে, সোমবার (১৫ সেপ্টেম্বর) বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কৃষকের ক্ষেত। মৌসুমী সবজি চাষীরাও পড়েছেন চরম দুশ্চিন্তায়। অন্যদিকে, লঘুচাপের প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। আগামী ৭২ ঘণ্টায় অতিভারী বৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে জেলা আবহাওয়া অফিস সুত্রঃ সাগরকন্যা।
আপনার মতামত লিখুন