মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
চ্যানেল এ

জ্ঞানের সৌন্দর্যের কাছে অন্য কোনো সৌন্দর্য তুলনা করা যায় না



জ্ঞানের সৌন্দর্যের কাছে অন্য কোনো সৌন্দর্য তুলনা করা যায় না
জ্ঞানের সৌন্দর্যের কাছে অন্য কোনো সৌন্দর্য তুলনা করা যায় না

মানবজীবনে সৌন্দর্যের বিভিন্ন রূপ আছে। কারও কাছে প্রকৃতির রঙিন রূপই সৌন্দর্য, কারও কাছে শিল্পকলা, সংগীত বা সাহিত্যের সৃজনশীলতা। তবে এর সবকিছুর ঊর্ধ্বে যে সৌন্দর্য মানুষকে আলোকিত করে, তা হলো জ্ঞানের সৌন্দর্য। কারণ জ্ঞান কেবল মানুষের বোধকে শাণিত করে না, বরং তাকে করে মহৎ, মানবিক ও দায়িত্বশীল।

জ্ঞানের সৌন্দর্য হলো অদৃশ্য এক আলো, যা মনের অন্ধকার দূর করে। যেমন সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার মিলিয়ে যায়, তেমনি জ্ঞান মানুষের অজ্ঞতা, কুসংস্কার আর ভ্রান্ত চিন্তাকে দূরে সরিয়ে দেয়। জ্ঞানের শক্তিতে মানুষ শুধু নিজেকে নয়, সমাজকেও গড়ে তুলতে পারে। তাই বলা হয়—“জ্ঞানের সৌন্দর্যের কাছে অন্য কোনো সৌন্দর্য তুলনা করা যায় না।”

একজন মানুষ বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট করতে পারলেও সেই সৌন্দর্য সময়ের সঙ্গে ম্লান হয়ে যায়। কিন্তু জ্ঞানের সৌন্দর্য অমলিন। শিক্ষিত ও জ্ঞানী মানুষের কথা, চিন্তা ও কাজের মধ্যেই লুকিয়ে থাকে এক বিশেষ আকর্ষণ, যা সমাজকে অনুপ্রাণিত করে। জ্ঞান মানুষকে বিনয়ী হতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায়, এবং সত্য ও ন্যায়ের পথে চলতে পথনির্দেশ করে।

আজকের দ্রুতগতির বিশ্বে জ্ঞানই হলো আসল শক্তি। প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য কিংবা সংস্কৃতি—সবকিছুতেই জ্ঞানের অবদান অনস্বীকার্য। যে জাতি জ্ঞানের আলোয় আলোকিত, তারাই অগ্রসর হয়, নেতৃত্ব দেয়। আর যে সমাজ জ্ঞানের প্রতি উদাসীন, তারা পিছিয়ে পড়ে।

জ্ঞানের সৌন্দর্য কেবল ব্যক্তিজীবন নয়, প্রজন্মের ভবিষ্যতকেও আলোকিত করে। সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে একজন পিতা-মাতা আসলে সমাজ ও রাষ্ট্রকে একটি আলোকিত উপহার দেন। তাই জ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করা, জ্ঞান অর্জনের পরিবেশ সৃষ্টি করা এবং জ্ঞানকে কাজে লাগানো আমাদের সবার দায়িত্ব।

অতএব, বাহ্যিক সৌন্দর্য সাময়িক হলেও জ্ঞানের সৌন্দর্য চিরন্তন। এটি হৃদয়কে সমৃদ্ধ করে, চরিত্রকে শুদ্ধ করে এবং জীবনকে করে অর্থবহ। মানবজীবনে জ্ঞানের এই সৌন্দর্যের তুলনা সত্যিই আর কোনো সৌন্দর্যের সঙ্গে করা যায় না।

আপনার মতামত লিখুন

চ্যানেল এ

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫


জ্ঞানের সৌন্দর্যের কাছে অন্য কোনো সৌন্দর্য তুলনা করা যায় না

প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

featured Image

মানবজীবনে সৌন্দর্যের বিভিন্ন রূপ আছে। কারও কাছে প্রকৃতির রঙিন রূপই সৌন্দর্য, কারও কাছে শিল্পকলা, সংগীত বা সাহিত্যের সৃজনশীলতা। তবে এর সবকিছুর ঊর্ধ্বে যে সৌন্দর্য মানুষকে আলোকিত করে, তা হলো জ্ঞানের সৌন্দর্য। কারণ জ্ঞান কেবল মানুষের বোধকে শাণিত করে না, বরং তাকে করে মহৎ, মানবিক ও দায়িত্বশীল।

জ্ঞানের সৌন্দর্য হলো অদৃশ্য এক আলো, যা মনের অন্ধকার দূর করে। যেমন সূর্য উঠলে পৃথিবীর অন্ধকার মিলিয়ে যায়, তেমনি জ্ঞান মানুষের অজ্ঞতা, কুসংস্কার আর ভ্রান্ত চিন্তাকে দূরে সরিয়ে দেয়। জ্ঞানের শক্তিতে মানুষ শুধু নিজেকে নয়, সমাজকেও গড়ে তুলতে পারে। তাই বলা হয়—“জ্ঞানের সৌন্দর্যের কাছে অন্য কোনো সৌন্দর্য তুলনা করা যায় না।”

একজন মানুষ বাহ্যিক সৌন্দর্যে আকৃষ্ট করতে পারলেও সেই সৌন্দর্য সময়ের সঙ্গে ম্লান হয়ে যায়। কিন্তু জ্ঞানের সৌন্দর্য অমলিন। শিক্ষিত ও জ্ঞানী মানুষের কথা, চিন্তা ও কাজের মধ্যেই লুকিয়ে থাকে এক বিশেষ আকর্ষণ, যা সমাজকে অনুপ্রাণিত করে। জ্ঞান মানুষকে বিনয়ী হতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস জোগায়, এবং সত্য ও ন্যায়ের পথে চলতে পথনির্দেশ করে।

আজকের দ্রুতগতির বিশ্বে জ্ঞানই হলো আসল শক্তি। প্রযুক্তি, বিজ্ঞান, সাহিত্য কিংবা সংস্কৃতি—সবকিছুতেই জ্ঞানের অবদান অনস্বীকার্য। যে জাতি জ্ঞানের আলোয় আলোকিত, তারাই অগ্রসর হয়, নেতৃত্ব দেয়। আর যে সমাজ জ্ঞানের প্রতি উদাসীন, তারা পিছিয়ে পড়ে।

জ্ঞানের সৌন্দর্য কেবল ব্যক্তিজীবন নয়, প্রজন্মের ভবিষ্যতকেও আলোকিত করে। সন্তানকে শিক্ষিত করে গড়ে তোলার মাধ্যমে একজন পিতা-মাতা আসলে সমাজ ও রাষ্ট্রকে একটি আলোকিত উপহার দেন। তাই জ্ঞানের প্রতি ভালোবাসা তৈরি করা, জ্ঞান অর্জনের পরিবেশ সৃষ্টি করা এবং জ্ঞানকে কাজে লাগানো আমাদের সবার দায়িত্ব।

অতএব, বাহ্যিক সৌন্দর্য সাময়িক হলেও জ্ঞানের সৌন্দর্য চিরন্তন। এটি হৃদয়কে সমৃদ্ধ করে, চরিত্রকে শুদ্ধ করে এবং জীবনকে করে অর্থবহ। মানবজীবনে জ্ঞানের এই সৌন্দর্যের তুলনা সত্যিই আর কোনো সৌন্দর্যের সঙ্গে করা যায় না।


চ্যানেল এ

মোবাইল নাম্বারঃ +8801602460060

Email: hr.channela@gmail.com
বিজ্ঞাপনঃ +8801602460060
info@channelabd.com


কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত