পটুয়াখালীর গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রির অভিযোগ। এই নিষেধাজ্ঞার মধ্যে গাড়িতে বেঁধে ইলিশ ভর্তি ব্যাগ বহনের অভিযোগ ওমর ফারুক নামে এক সাংবাদিকের বিরুদ্ধে।
ইলিশ বহনকারী ওমর ফারুক নিজেকে দৈনিক দেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি দাবি করেন। আজ মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ওমর ফারুক ইলিশ মাছ নিয়ে বাড়িতে যাওয়ার পথে তার ব্যক্তিগত গাড়িতে তৈল নেওয়ার উদ্দেশ্যে চরকাজল বাজারে গাড়ি থামান।
এ সময় দৈনিক তরুণ কন্ঠের গলাচিপা প্রতিনিধিসহ স্থানীয়রা সাংবাদিক পরিচয়কারী ফারুকের গাড়ির সাথে রাখা ব্যাগে বেশ কয়েকটি মা ইলিশ দেখতে পান। ফারুকের কাছে মাছের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমার মামা বাড়ি চর বিশ্বাস, আমার মামারা মাছ ধরেন, আমি সেখান থেকে মাছ নিয়ে আসছি। এটা বৈধ কিনা এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, এটা কোন সমস্যা না কারণ আমিতো মাছ ধরিনি। তিনি বলেন, আমিও একজন সাংবাদিক আইন সম্পর্কে কিছুটা হলেও জানি। কোন গণমাধ্যমে কাজ করে জানতে চাইলে, তিনি নিজেকে দৈনিক দেশ বুলেটিনের গলাচিপা উপজেলা প্রতিনিধি দাবি করেন।
এ বিষয়ে চরকাজল ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আরিফ খান বলেন, বিষটি খুবই দুঃখজনক। একজন সাংবাদিক সমাজের দর্পণ। এসব অপরাধ নিয়ে যার সোচ্চার থাকার কথা, তিনি এমন কাজ করতে পারেনা। সাংবাদিকরা সাধারণ মানুষকে সচেতন করবে আর সেই যদি নিষেধাজ্ঞার মধ্যে মাছ নেয় তাহলে বিষয়টি সরিষার মধ্যে ভূত প্রভাতের মতো হয়।
এমন ঘটনা সকল সাংবাদিকদের জন্য লজ্জা-জনক। এ বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন নবী বলেন, শুধু সাংবাদিক নয় নিষেধাজ্ঞার মধ্যে কোন কেউ মাছ পরিবহন করতে পারবে না। মৎস্য অধিদপ্তরের লোক ব্যতীত আমিও মাছ পরিবহন করতে পারবোনা। উদ্ধার করা মাছ এতিমখানা দিয়ে থাকি, এই মাছও তিনজন সাক্ষী সাথে নিয়ে পরিবহন করতে হবে।
তবে আমাদের অনুমতি সাপেক্ষে পুলিশ সদস্যরা এতিমখানা পর্যন্ত মাছ পরিবহন করতে পারবে এবং মাছ এতিমখানা হস্তান্তরের পর আমাদের কাছে ছবি দিতে হবে। তিনি বলেন, যে সাংবাদিক মাছ পরিবহন করছেন সে অনৈতিক কাজ করছে, তবে মাছসহ পেলে আমি অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিব সে যেই হোক।

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৫
পটুয়াখালীর গলাচিপার চর বিশ্বাস ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রির অভিযোগ। এই নিষেধাজ্ঞার মধ্যে গাড়িতে বেঁধে ইলিশ ভর্তি ব্যাগ বহনের অভিযোগ ওমর ফারুক নামে এক সাংবাদিকের বিরুদ্ধে।
ইলিশ বহনকারী ওমর ফারুক নিজেকে দৈনিক দেশ বুলেটিন পত্রিকার গলাচিপা উপজেলা প্রতিনিধি দাবি করেন। আজ মঙ্গলবার (১৪ই অক্টোবর) সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। ওমর ফারুক ইলিশ মাছ নিয়ে বাড়িতে যাওয়ার পথে তার ব্যক্তিগত গাড়িতে তৈল নেওয়ার উদ্দেশ্যে চরকাজল বাজারে গাড়ি থামান।
এ সময় দৈনিক তরুণ কন্ঠের গলাচিপা প্রতিনিধিসহ স্থানীয়রা সাংবাদিক পরিচয়কারী ফারুকের গাড়ির সাথে রাখা ব্যাগে বেশ কয়েকটি মা ইলিশ দেখতে পান। ফারুকের কাছে মাছের বিষয় জানতে চাইলে তিনি বলেন, আমার মামা বাড়ি চর বিশ্বাস, আমার মামারা মাছ ধরেন, আমি সেখান থেকে মাছ নিয়ে আসছি। এটা বৈধ কিনা এমন প্রশ্নের জবাবে ফারুক বলেন, এটা কোন সমস্যা না কারণ আমিতো মাছ ধরিনি। তিনি বলেন, আমিও একজন সাংবাদিক আইন সম্পর্কে কিছুটা হলেও জানি। কোন গণমাধ্যমে কাজ করে জানতে চাইলে, তিনি নিজেকে দৈনিক দেশ বুলেটিনের গলাচিপা উপজেলা প্রতিনিধি দাবি করেন।
এ বিষয়ে চরকাজল ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আরিফ খান বলেন, বিষটি খুবই দুঃখজনক। একজন সাংবাদিক সমাজের দর্পণ। এসব অপরাধ নিয়ে যার সোচ্চার থাকার কথা, তিনি এমন কাজ করতে পারেনা। সাংবাদিকরা সাধারণ মানুষকে সচেতন করবে আর সেই যদি নিষেধাজ্ঞার মধ্যে মাছ নেয় তাহলে বিষয়টি সরিষার মধ্যে ভূত প্রভাতের মতো হয়।
এমন ঘটনা সকল সাংবাদিকদের জন্য লজ্জা-জনক। এ বিষয়ে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জহিরুন নবী বলেন, শুধু সাংবাদিক নয় নিষেধাজ্ঞার মধ্যে কোন কেউ মাছ পরিবহন করতে পারবে না। মৎস্য অধিদপ্তরের লোক ব্যতীত আমিও মাছ পরিবহন করতে পারবোনা। উদ্ধার করা মাছ এতিমখানা দিয়ে থাকি, এই মাছও তিনজন সাক্ষী সাথে নিয়ে পরিবহন করতে হবে।
তবে আমাদের অনুমতি সাপেক্ষে পুলিশ সদস্যরা এতিমখানা পর্যন্ত মাছ পরিবহন করতে পারবে এবং মাছ এতিমখানা হস্তান্তরের পর আমাদের কাছে ছবি দিতে হবে। তিনি বলেন, যে সাংবাদিক মাছ পরিবহন করছেন সে অনৈতিক কাজ করছে, তবে মাছসহ পেলে আমি অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিব সে যেই হোক।

মোবাইল নাম্বারঃ +8801602460060
Email: hr.channela@gmail.com
বিজ্ঞাপনঃ +8801602460060
info@channelabd.com
আপনার মতামত লিখুন