এই বুঝি সেই অক্টোবর?
যার আগমণে, গোলাপের টবে ভরে মাটি ।
পুরোনো দেওয়াল ঘেঁষে মেতে ওঠা সৃতিসম্ভার,,
ভালোবাসার সম্ভাষণে মাতাল-প্রেমীযরা প্রেমে হয় খর।
হালকা শীতের বার্তা নিয়ে, অক্টোবর হলো হাজির,
শিশির ভেজা উঠোনে চায়ের, মজলিসে বেশ ভিড়.....
শিউলি ফুল যেন রং, বিচারণ আত্মীয় মাটির,
ভেজা বাতাসের সঙ্গ ধরে, সপ্ন ভিজে যায় প্রকৃতির।
নব-প্রভাতে চিলেকোঠার ফাঁকে, ভঙ্গিমাখা রোদ,
এক মুঠো বিষন্নতা নিয়ে, কবিদের কবিতায়, বিষম শ্রোত।
ছায়া মৃদু- বৃষ্টি সীমানায়, ছড়ায় সূর্য মেঘের গান....
আকাশের নীল নগরে, বিরাজ করে আভিমান।
অক্টোবর রেইন শুরু করে নতুন গল্প,
সেই বছর খানিক পর, বিকেল ঘনিয়ে এলে,আটকেছি কুয়াশায়,
হিসাবের বই খুলে বুঝলাম, ঠিক কতখানি করেছি সঞ্চয় ....
এই বুঝি সেই অক্টোবর, তোমার ?
আপনার মতামত লিখুন