শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
চ্যানেল এ

কালিহাতীতে বাংলা ভাষা বিষয়ক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন



কালিহাতীতে বাংলা ভাষা বিষয়ক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফুলতলা উচ্চ বিদ্যালয়ে সর্বস্তরে বাংলা ভাষা, শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণের শীর্ষক কর্মশালা এবং মুক্ত পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ছায়ানীড় এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব মো. মনছুরুল আলম হীরা, যিনি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীও বটে। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই বিদ্যালয়ই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও শুদ্ধ উচ্চারণের চর্চা মানুষকে শুধু জ্ঞানী নয়, শিকড়সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। আজকের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। কর্মশালার মূল আলোচক ছিলেন, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান এবং প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) মো. শাহীনুর ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ্ আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জহুরুল হক সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক এবং সাবেক সিনিয়র শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।

ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান বলেন, আমাদের এই কর্মশালার উদ্দেশ্য হলো শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শুদ্ধ উচ্চারণ ও শুদ্ধ বানানের চর্চা বাড়ানো, যাতে তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করে সঠিকভাবে ব্যবহার করতে পারে। পাশাপাশি মুক্ত পাঠাগার শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলবে।

দিনব্যাপী এ কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

চ্যানেল এ

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫


কালিহাতীতে বাংলা ভাষা বিষয়ক কর্মশালা ও মুক্ত পাঠাগার উদ্বোধন

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৫

featured Image

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ফুলতলা উচ্চ বিদ্যালয়ে সর্বস্তরে বাংলা ভাষা, শুদ্ধ বানান ও শুদ্ধ উচ্চারণের শীর্ষক কর্মশালা এবং মুক্ত পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ছায়ানীড় এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অতিরিক্ত সচিব মো. মনছুরুল আলম হীরা, যিনি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীও বটে। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই বিদ্যালয়ই আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছে। মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও শুদ্ধ উচ্চারণের চর্চা মানুষকে শুধু জ্ঞানী নয়, শিকড়সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলে। আজকের এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে ভাষার প্রতি ভালোবাসা জাগিয়ে তুলবে বলে আমি বিশ্বাস করি। কর্মশালার মূল আলোচক ছিলেন, ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো. লুৎফর রহমান এবং প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) মো. শাহীনুর ইসলাম, বাংলাদেশ মানবাধিকার কমিশন কালিহাতী শাখার সভাপতি ও সিনিয়র সাংবাদিক শাহ্ আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. জহুরুল হক সিদ্দিকী, সাবেক প্রধান শিক্ষক আব্দুল হক এবং সাবেক সিনিয়র শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম।

ছায়ানীড়ের প্রশাসনিক পরিচালক শাহানাজ রহমান বলেন, আমাদের এই কর্মশালার উদ্দেশ্য হলো শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শুদ্ধ উচ্চারণ ও শুদ্ধ বানানের চর্চা বাড়ানো, যাতে তারা বাংলা ভাষার মর্যাদা রক্ষা করে সঠিকভাবে ব্যবহার করতে পারে। পাশাপাশি মুক্ত পাঠাগার শিক্ষার্থীদের নিয়মিত পাঠাভ্যাস গড়ে তুলবে।

দিনব্যাপী এ কর্মশালায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


চ্যানেল এ

মোবাইল নাম্বারঃ +8801602460060

Email: hr.channela@gmail.com
বিজ্ঞাপনঃ +8801602460060
info@channelabd.com


কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত