ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারের মোল্লা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে বাজারের মোল্লা মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় সূত্র জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজারের অন্তত ৮টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। খবর পেয়ে কসবা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কসবা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজমুল হাসান জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি; তদন্তের পর বিস্তারিত জানা যাবে। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। তাদের অভিযোগ, কুটি বাজারের পাশের খাল বর্জ্য ফেলে ভরাট করে দেওয়ায় ফায়ার সার্ভিসের পানি তোলায় বাধা সৃষ্টি হয়, ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
প্রকাশের তারিখ : ১২ নভেম্বর ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি বাজারের মোল্লা মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে বাজারের মোল্লা মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। স্থানীয় সূত্র জানায়, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বাজারের অন্তত ৮টি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়।
এতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। খবর পেয়ে কসবা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কসবা ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজমুল হাসান জানান, অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি; তদন্তের পর বিস্তারিত জানা যাবে। স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের বেলায় হঠাৎ ধোঁয়া ও আগুন দেখে তারা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, তবে আগুনের তীব্রতা বেশি থাকায় দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন। তাদের অভিযোগ, কুটি বাজারের পাশের খাল বর্জ্য ফেলে ভরাট করে দেওয়ায় ফায়ার সার্ভিসের পানি তোলায় বাধা সৃষ্টি হয়, ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

মোবাইল নাম্বারঃ +8801602460060
Email: hr.channela@gmail.com
বিজ্ঞাপনঃ +8801602460060
info@channelabd.com
আপনার মতামত লিখুন