ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেনের বগিতে দুই হকারের মধ্যে বিরোধের জেরে এক জনের মৃত্যু হয়েছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ট্রেনটি স্টেশনে থামার পর শেষ বগিতে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন (৩০) কুড়িগ্রামের উলিপুর উপজেলার চরবধুয়াথলি গ্রামের মন্টুর ছেলে। তিনি ট্রেনে পপকর্ন বিক্রি করতেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা গেছে, ট্রেনে নারিকেল বিক্রি করা আরেক হকারের সঙ্গে আল-আমিনের কথা–কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি মারাত্মক রূপ নেয়। তখন ওই নারিকেল বিক্রেতা ধারালো অস্ত্র দিয়ে আল-আমিনকে আঘাত করে পালিয়ে যায়। ঘাতকের পরিচয় এখনও নিশ্চিত হয়নি।
স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, স্টেশনে পৌঁছানোর পরই বগির ভেতর রক্তাক্ত অবস্থায় আল-আমিনকে দেখতে পান যাত্রীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি তদন্ত করছে পুলিশ, পাশাপাশি রেলওয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন