আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ (পাঁচবিবি–জয়পুরহাট সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রস্তুতি জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন জেলা জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ।
মনোনয়ন সংগ্রহ কার্যক্রমে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাঃ হাসিবুল আলম ও এডভোকেট মামুনুর রশীদ। এছাড়াও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহমুদুল হাসান ও মাওলানা আনোয়ার হোসেন, জয়পুরহাট শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, জয়পুরহাট বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি এডভোকেট আব্দুল মোমেন ফকির, ইঞ্জিনিয়ার আব্দুল বাতেন, সদর উপজেলা নায়েবে আমীর মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা শাহ আলম দেওয়ান, শহর নায়েবে আমীর মাওলানা আব্দুর রহিম, এডভোকেট আসলাম হোসেনসহ জেলা ও শহর জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনে জামায়াতে ইসলামী গণমানুষের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংগঠিতভাবে মাঠে নেমেছে। মনোনয়ন সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হলো।
নেতৃবৃন্দ আরও জানান, মোঃ ফজলুর রহমান সাঈদ একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব। জয়পুরহাট-১ আসনের জনগণ দীর্ঘদিন ধরে যে প্রত্যাশা নিয়ে আছে, তা বাস্তবায়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মনোনয়ন সংগ্রহ শেষে নেতৃবৃন্দ আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে সর্বস্তরের জনগণের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
আপনার মতামত লিখুন