ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ। অভিযানে মাদক বহনের অভিযোগে একজনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২৫ ডিসেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে রাণীশংকৈল থানার একটি টিম ১ নম্বর ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে দুই বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটক ব্যক্তি হলেন মোঃ এশরাফুল আলম (৫৫)। তিনি হরিপুর থানার উত্তর সোনমতি গ্রামের বাসিন্দা এবং মৃত মাহমুদ মসলিমের ছেলে।
পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে রাণীশংকৈল থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় অপরাধমূলক কর্মকাণ্ড কমে আসবে বলে তারা আশাবাদী।
আপনার মতামত লিখুন