উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির উদ্যোগে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকার মতিঝিল, শাহবাগ, কাওরানবাজার, সংসদ ভবন, মিরপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ছিন্নমূল ও শীতার্ত মানুষের হাতে এসব কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি তানজিল মীর, যুগ্ম সাধারণ সম্পাদক মহিববুল্লাহ মীর, সদস্য হারুন মীর এবং মা এন্টারপ্রাইজ-এর সত্ত্বাধিকারী ডিজাইনার নয়ন। তারা বিভিন্ন এলাকায় গিয়ে নিজ হাতে অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই উত্তর চাকামইয়া মানবিক সোসাইটির প্রধান লক্ষ্য। তারা বলেন, মানুষের মুখে হাসি ফুটানোই আমাদের কাজ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আপনার মতামত লিখুন