ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গতকাল রাতে শীতার্ত গরিব ও অসহায় মানুষের মাঝে ৪০০ পিস শীতের কম্বল বিতরণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের উদ্যোগে এই মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাপান প্রবাসী সমাজসেবক চৌধুরী মোঃ রবিউল ইসলাম এবং মোঃ আশিকুল ইসলাম রাজিব। সার্বিক দায়িত্ব পালনে ছিলেন মোঃ নাইম, অপূর্বসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। তাদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় সফলভাবে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক কর্মীবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা আরও বলেন, ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপান দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিতভাবে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
শীতের কম্বল পেয়ে উপকারভোগীরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন এবং ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান
আপনার মতামত লিখুন