ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, গত ০৪ জানুয়ারি ২০২৬ খ্রি. রাত আনুমানিক ২টা ১০ মিনিটে বিজয়নগর থানা পুলিশ-এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে বিষ্ণুপুর ইউনিয়ন-এর দুলালপুর পশ্চিম পাড়া এলাকা থেকে ৬ (ছয়) কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত গাঁজা উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃত আসামি হলেন—কামাল হোসেন (৫৫) পিতা— মৃত আনফর আলী (প্রকাশ নুরুল ইসলাম) মাতা— মৃত আনোয়ারা বেগম, সাং— দুলালপুর, ইউপি— বিষ্ণুপুর, থানা— বিজয়নগর, জেলা— ব্রাহ্মণবাড়িয়া। পুলিশ জানায়, এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন