টাঙ্গাইলের কালিহাতীতে আপোষহীন দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।
৭ জানুয়ারি (বুধবার) বিকেলে কালিহাতী অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগীয় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো। তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। তাঁর নেতৃত্ব ও ত্যাগ বিএনপির প্রতিটি নেতাকর্মীর জন্য প্রেরণার উৎস।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম শোভা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (ভিপি রফিক), সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বালা, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, ছাত্র বিষয়ক সম্পাদক লুৎফর রহমান লেলিন, উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসমত আলীসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের জন্য বিশেষ দোয়া করেছেন।
আপনার মতামত লিখুন