বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত তিস্তা, পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন ইস্যুতে কূটনৈতিক আলোচনায় বসার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর কোনো অগ্রগতি হয়নি; তবে বিএনপি ক্ষমতায় এলে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাস্তবসম্মত উদ্যোগ নেওয়া হবে।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, বিএনপি শুধু তিস্তা নয়—বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট সব অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনার পথ বেছে নেবে। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ, কূটনৈতিক সৌহার্দ্য এবং জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রেখে এই আলোচনা পরিচালিত হবে।
তিনি আরও উল্লেখ করেন, সীমান্তঘেঁষা জনপদের কৃষি উৎপাদন, আঞ্চলিক অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা নদীর পানির ওপর নির্ভরশীল। তাই পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা বিএনপির দৃষ্টিতে কেবল রাজনৈতিক নয়, বরং একটি গুরুত্বপূর্ণ জাতীয় দায়িত্ব।
মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের স্বার্থ রক্ষায় অভিন্ন নদীর পানিবণ্টন প্রশ্নে কোনো আপস করা হবে না—এটাই বিএনপির অবস্থান।
আপনার মতামত লিখুন