ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তবর্তী মইনপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধীন একটি টহল দল ১২ জানুয়ারী চানখোলা এলাকায় মাদক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সীমান্ত পিলার ২০৪৪-এর ০৮ নম্বর হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ১০৮ কেজি গাঁজার একটি চালান জব্দ করা হয়।
বিজিবির তথ্যমতে, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৭৮ হাজার টাকা।
এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর তৎপরতায় সাম্প্রতিক সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় একাধিক মাদক চালান উদ্ধার করা হয়েছে, যা সীমান্ত নিরাপত্তা ও মাদক নিয়ন্ত্রণে বিজিবির কার্যকর ভূমিকার প্রমাণ দিচ্ছে।
আপনার মতামত লিখুন