ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার তন্তর বাজার এলাকায় ভুয়া চিকিৎসা কার্যক্রম পরিচালনার দায়ে একটি ফার্মেসির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৩ জানুয়ারি ২০২৬) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, নয়ন ফার্মেসি নামের একটি প্রতিষ্ঠান থেকে কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই রোগী দেখানো হচ্ছে এবং ব্যবস্থাপত্র প্রদান করা হচ্ছে। যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও সংশ্লিষ্ট স্বাস্থ্য বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ফার্মেসি মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়। অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে। ভুয়া চিকিৎসা ও অননুমোদিত স্বাস্থ্যসেবা জনগণের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হওয়ায় এসব অপরাধের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ চিকিৎসা কার্যক্রম বন্ধে আরও
আপনার মতামত লিখুন