নেত্রকোনার দুর্গাপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, গণভোট, পোস্টাল ভোট এবং নির্বাচনী আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) স্থানীয় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরোজা আফসানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো: সাইফুর রহমান।
মতবিনিময় সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। প্রার্থীরা তাদের বক্তব্যে বর্তমান পরিবেশকে 'সুন্দর ও স্থিতিশীল' বলে মন্তব্য করেন এবং আসন্ন নির্বাচনে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় সাংবাদিক সমিতির সভাপতি ওয়ালি হাসান কলি আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের জরুরি ও কার্যকর পদক্ষেপ কামনা করেন। সীমান্তবর্তী এলাকা হিসেবে দুর্গাপুরে বিশেষ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো: তরিকুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ তোফায়েল হোসেন এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান।
বক্তারা নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলা এবং পোস্টাল ভোটের সুবিধা সম্পর্কে সংশ্লিষ্টদের সচেতন করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন,গণ ভোটের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন তিনি আরো বলেন একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রশাসন বদ্ধপরিকর। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা প্রার্থী এবং সাধারণ জনগণের পূর্ণ সহযোগিতা কামনা করছি।"
অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা গণ, উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, গণমাধ্যম কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন