কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের মান্দারপুর দক্ষিণ পাড়ায় দরিদ্র মিজানুর রহমানের বসতিঘর নির্মাণে সহায়তা করে আরেকটি মানবিক কাজ সম্পন্ন করেছে অগ্রভাগীয় সাহিত্য সংগঠন সিটিএল। সংগঠনটি কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের আশ্রয় কেন্দ্রের মৃত শিশু আব্দুর রহমানের চিকিৎসার জন্য বরাদ্দকৃত তহবিলের একটি অংশ মানবিক বিবেচনায় মিজানুর রহমানের ঘর নির্মাণে প্রদান করে। গত ১৩ জানুয়ারি মিজানুর রহমানের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মো. আসফাতুল হোসেন ভূইয়া এলমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো. মোস্তাক আহমেদ, সহকারী অধ্যাপক, চারগাছ এন আই ভূইয়া কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক জনাব মো. আনোয়ার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. ফেরদৌস ভূইয়া, জনাব মো. আবুল বাশার চিশতি এবং জনাব মো. রবিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সৈয়দাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের জীবনমান বদলানো সম্ভব। সিটিএলের এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আপনার মতামত লিখুন