ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা আর নেই। মঙ্গলবার প্রচণ্ড মাথাব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর আজ বুধবার (ভোর/সকাল) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৩৬ বছর।
ফেরদৌস আরার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে। তিনি জানান, হঠাৎ করে গতকাল তাঁর তীব্র মাথাব্যথা শুরু হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে প্রকৃতপক্ষে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফেরদৌস আরা বিসিএস ৩৬তম ব্যাচের একজন কর্মকর্তা ছিলেন। সহকারী কমিশনার হিসেবে তাঁর কর্মজীবনের সূচনা হয় বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে। এরপর বিভিন্ন দায়িত্ব পালন শেষে তিনি ২০২৫ সালের ৯ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
ব্যক্তিগত জীবনে ফেরদৌস আরা চাঁদপুর জেলার সন্তান। যদিও তাঁর জন্ম ঢাকায়। তাঁর শ্বশুরবাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। তাঁর স্বামী পেশায় একজন শিক্ষক। তিনি এক কন্যা সন্তানের জননী।
তাঁর অকাল মৃত্যুতে প্রশাসনের সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। দায়িত্বশীল ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে ফেরদৌস আরা বাঞ্ছারামপুর উপজেলায় স্বল্প সময়েই সুনাম অর্জন করেছিলেন।
আপনার মতামত লিখুন