পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টায় এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাঁচবিবি পৌরসভার ৩নং ওয়ার্ড জামায়াতের সভাপতি মোঃ জহির উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মজলুম জননেতা মোঃ ফজলুর রহমান সাঈদ।
তিনি বলেন,এই নির্বাচনী অফিস শুধু একটি কার্যালয় নয়,এটি জনগণের অধিকার আদায়ের কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন ধরে এ দেশের মানুষ জুলুম, দুর্নীতি ও বৈষম্যের শিকার। জামায়াতে ইসলামী ক্ষমতার রাজনীতি নয়, বরং ন্যায়বিচার, সুশাসন ও মানুষের কল্যাণ নিশ্চিত করার রাজনীতি করে।
তিনি আরও বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও অনিয়ম দূর হবে। এ জন্য তৃণমূল পর্যায় থেকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জামায়াতের পক্ষে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা গোলাম কিবরিয়া মন্ডল, পাঁচবিবি উপজেলা জামায়াতের আমীর ডাঃ মোঃ সুজাউল করিম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার এবং পাঁচবিবি পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের অন্যতম কর্মপরিষদ সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবুল বাশার,পৌর জামায়াতের সেক্রেটারি গোলাম রব্বানীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
শেষে ফিতা কেটে নির্বাচনী অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন করা হয়।
আপনার মতামত লিখুন