মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
চ্যানেল এ

আমতলীতে নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা সার জব্দ

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের নারী সদস্য হেনা বুলবুলির ঘর থেকে বিপুল পরিমাণ সার জব্দ করেছে পুলিশ। রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে সেখানে মজুদ রাখা ৬৪ বস্তা সার উদ্ধার করা হয়।পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরে হেনা বুলবুলির পরিবার অবৈধভাবে সার মজুদ ও বিক্রির সঙ্গে জড়িত। সম্প্রতি আমতলী বাজার থেকে কয়েকশ বস্তা সার কিনে বাড়িতে মজুদ রাখেন তারা। এরই মধ্যে কয়েক ডজন বস্তা সার অতিরিক্ত দামে কৃষকদের কাছে বিক্রি হয়েছে বলে অভিযোগ রয়েছে।অভিযানে ৪১ বস্তা ইউরিয়া ও ২৩ বস্তা টিএসপি ও এমওপি সার জব্দ করা হয়। তবে ইউপি সদস্যের পরিবারের কারো কাছেই সার বিক্রির বৈধ লাইসেন্স নেই বলে নিশ্চিত করেছে উপজেলা কৃষি অফিস।আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সার জব্দ করা হয়েছে। জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা কৃষি কর্মকর্তা রাসেল জানান, সার মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান খাঁন বলেন, অবৈধভাবে সার বিক্রির কোনো সুযোগ নেই, আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করা হবে।

আমতলীতে নারী ইউপি সদস্যের ঘর থেকে ৬৪ বস্তা সার জব্দ