মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
চ্যানেল এ

তাহসানের বাবা হওয়ার খবরটি সত্যি নয়

সংগীত ক্যারিয়ারের রজতজয়ন্তী পার করা নিয়ে ব্যস্ত রয়েছেন তাহসান রহমান খান। এর মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানের কোলে এক নবজাতকের ছবি ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়, কোলের শিশুটি তাহসান ও রোজা দম্পতির, মা-বাবা হয়েছেন তারা। ছবিটি সোশ্যালে ছড়িয়ে পড়লে বেশ বিব্রতকর বোধ করেন এই গায়ক।জানান, পুরোটাই ভিত্তিহীন।বৃহস্পতিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে তাহসান বলেন, ‘এই ছবিটা তিন বছর আগের এবং কোলের শিশুটা আমার এক ছোট ভাইয়ের। তখন ওর বাচ্চাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। এটা তখনকারই ছবি।সোশ্যালে এভাবে কোনো কিছু যাচাই-বাছাই না করে ছড়িয়ে দেওয়া নিয়েও খানিক মনঃক্ষুণ্ন হন এ গায়ক।এদিকে সংগীত জীবনের ২৫ বছর উপলক্ষে সেপ্টেম্বরে মাসব্যাপী অস্ট্রেলিয়ায় কনসার্ট করবেন তাহসান। উল্লেখ্য, চার মাসের পরিচয়ে চলতি বছরের ৫ জানুয়ারি রোজা আহমেদকে বিয়ে করেন সংগীত ও অভিনয়শিল্পী তাহসান রহমান খান।

তাহসানের বাবা হওয়ার খবরটি সত্যি নয়