মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
চ্যানেল এ

জাতিসংঘের পূর্ণ সমর্থন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে


প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জাতিসংঘের পূর্ণ সমর্থন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সংস্থা পূর্ণ সমর্থন দিচ্ছে। তাঁর মতে, এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়।

সাক্ষাতে লুইস জাতিসংঘ ও সরকারের সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেন। আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের সহায়তা, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট আয়োজন—এসব নিয়েই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

এছাড়া সরকারের সংস্কার কার্যক্রম ও উন্নয়ন অগ্রাধিকারের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন ও নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষই রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সহায়তা অপরিহার্য। একই সঙ্গে গুইন লুইস বাংলাদেশের সংস্কার ও উন্নয়ন প্রচেষ্টায় জাতিসংঘের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

চ্যানেল এ

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫


জাতিসংঘের পূর্ণ সমর্থন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সংস্থা পূর্ণ সমর্থন দিচ্ছে। তাঁর মতে, এ নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ মন্তব্য করেন তিনি। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় বিষয়টি জানানো হয়।

সাক্ষাতে লুইস জাতিসংঘ ও সরকারের সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্ব দেন। আসন্ন জাতীয় নির্বাচন, নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের সহায়তা, স্বচ্ছ ও শান্তিপূর্ণ ভোট আয়োজন—এসব নিয়েই ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু।

এছাড়া সরকারের সংস্কার কার্যক্রম ও উন্নয়ন অগ্রাধিকারের পাশাপাশি জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন অধিবেশন ও নিউইয়র্কে রোহিঙ্গা বিষয়ক সম্মেলন নিয়েও মতবিনিময় হয়। উভয় পক্ষই রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং দ্রুত সমাধানের ওপর জোর দেন।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সহায়তা অপরিহার্য। একই সঙ্গে গুইন লুইস বাংলাদেশের সংস্কার ও উন্নয়ন প্রচেষ্টায় জাতিসংঘের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


চ্যানেল এ

মোবাইল নাম্বারঃ +8801602460060

Email: hr.channela@gmail.com
বিজ্ঞাপনঃ +8801602460060
info@channelabd.com


কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত