মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
চ্যানেল এ

জীবনসঙ্গী হিসেবে যেমন মানুষ চান পারশা


প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জীবনসঙ্গী হিসেবে যেমন মানুষ চান পারশা

সংগীতশিল্পী  ও অভিনেত্রী পারশা মাহজাবীন জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কখনোই আপস করতে চান না। নিজের পছন্দের মানুষকেই বিয়ে করবেন। তবে এখনো সেই জুতসই মানুষটিকে পাননি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে পারসা বলেন, ‘আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক।


তাই হয়তো মনের মতো কাউকে পাচ্ছি না। মানুষকে তো কাস্টমাইজ করা যায় না। আমি যেমন চাই, হুবহু তেমন একজনকে পাব—এটা প্রত্যাশা করাও ভুল। বরং হতে পারে, আমি যেমনটা চাই, তার ঠিক উল্টো ধরনের কারো প্রেমে পড়ে গেলাম।


তিনি বলেন ‘আমি ধরাবাঁধা কোনো নিয়মে নাই। মানুষ সব সময়ই তার পছন্দমতো সবকিছু পাবে, তেমনটা নয়। এমনও যদি হয়, তেমন কানো সঙ্গে যদি ভালো ম্যাচিং হয়ে যায়, আমার সব কিছু তার সঙ্গে মিলিয়ে যাচ্ছে, সে আমাকে ভালোভাবে নিচ্ছে, তাহলে নতুন করে ভাবব।’


চলচ্চিত্রে কাজ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে পারশা জানান, ক্যারিয়ার শুরুর পর থেকে বেশ কয়েকবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন।


তবে এখনই বড় পর্দায় কাজ করতে চান না। ‘আমাকে অভিনয়ে আরো দক্ষ হতে হবে। সিনেমা করার জন্য আলাদা করে শিখতে হবে। নাটক থেকেই আমি শিখতে চাই। শিখেই একসময় সিনেমা করব।

এ জন্য আমাকে সময় নিতে হবে। কোনো কিছু নিয়েই আমার তাড়াহুড়া নেই।’

গান ও অভিনয়—দুই পথেই একসঙ্গে এগোতে চান পারশা। তবে নিজেকে সব সময় গানের মানুষ হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

তিনি বলেন, ‘আমি এখনো অভিনয়ে তেমন পারদর্শী নই। গান আমার অন্তরের অংশ। গান ছাড়া আমি অচল। গান গাইতে বা শুনতে ভীষণ ভালো লাগে। অভিনয় করার পর দর্শকের ফিডব্যাক পেলে অনুপ্রাণিত হই। তখন মনে হয় আরো অভিনয় করতে চাই।’

আপনার মতামত লিখুন

চ্যানেল এ

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫


জীবনসঙ্গী হিসেবে যেমন মানুষ চান পারশা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সংগীতশিল্পী  ও অভিনেত্রী পারশা মাহজাবীন জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কখনোই আপস করতে চান না। নিজের পছন্দের মানুষকেই বিয়ে করবেন। তবে এখনো সেই জুতসই মানুষটিকে পাননি।


সম্প্রতি এক সাক্ষাৎকারে পারসা বলেন, ‘আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক।


তাই হয়তো মনের মতো কাউকে পাচ্ছি না। মানুষকে তো কাস্টমাইজ করা যায় না। আমি যেমন চাই, হুবহু তেমন একজনকে পাব—এটা প্রত্যাশা করাও ভুল। বরং হতে পারে, আমি যেমনটা চাই, তার ঠিক উল্টো ধরনের কারো প্রেমে পড়ে গেলাম।


তিনি বলেন ‘আমি ধরাবাঁধা কোনো নিয়মে নাই। মানুষ সব সময়ই তার পছন্দমতো সবকিছু পাবে, তেমনটা নয়। এমনও যদি হয়, তেমন কানো সঙ্গে যদি ভালো ম্যাচিং হয়ে যায়, আমার সব কিছু তার সঙ্গে মিলিয়ে যাচ্ছে, সে আমাকে ভালোভাবে নিচ্ছে, তাহলে নতুন করে ভাবব।’


চলচ্চিত্রে কাজ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে পারশা জানান, ক্যারিয়ার শুরুর পর থেকে বেশ কয়েকবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন।


তবে এখনই বড় পর্দায় কাজ করতে চান না। ‘আমাকে অভিনয়ে আরো দক্ষ হতে হবে। সিনেমা করার জন্য আলাদা করে শিখতে হবে। নাটক থেকেই আমি শিখতে চাই। শিখেই একসময় সিনেমা করব।

এ জন্য আমাকে সময় নিতে হবে। কোনো কিছু নিয়েই আমার তাড়াহুড়া নেই।’

গান ও অভিনয়—দুই পথেই একসঙ্গে এগোতে চান পারশা। তবে নিজেকে সব সময় গানের মানুষ হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

তিনি বলেন, ‘আমি এখনো অভিনয়ে তেমন পারদর্শী নই। গান আমার অন্তরের অংশ। গান ছাড়া আমি অচল। গান গাইতে বা শুনতে ভীষণ ভালো লাগে। অভিনয় করার পর দর্শকের ফিডব্যাক পেলে অনুপ্রাণিত হই। তখন মনে হয় আরো অভিনয় করতে চাই।’


চ্যানেল এ

মোবাইল নাম্বারঃ +8801602460060

Email: hr.channela@gmail.com
বিজ্ঞাপনঃ +8801602460060
info@channelabd.com


কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত