বরগুনার আমতলীতে আন্তর্জাতিক ক্বারি নাজমুল হাসান সাহেবের আগমনে কোরআন প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল সকাল ৯টা থেকে আল হেরা মদিনাতুল উলুম মাদরাসা প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এশিয়া মহাদেশের অন্যতম ক্বারি, স্বর্ণপদকপ্রাপ্ত ও অসংখ্য বিশ্বজয়ী হাফেজের ওস্তাদ ক্বারি নাজমুল হাসান সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব শাইখুল হাদিস আল্লামা আব্দুল মুমিন খান এবং ইমাম মুফতী নুরুজ্জামান সাহেব। এছাড়াও দেশের খ্যাতনামা উলামায়ে কেরামরা এতে যোগদান করবেন।
এ কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছেন আল হেরা মদিনাতুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা আব্দুল্লাহ মুহাম্মাদ বেলাল। তিনি জানান, তার দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে—একটি মহিষকাটা বাজারের উত্তর মাথায় এবং অপরটি ভিআইপি শাখা, স্কুল চৌরাস্তার উত্তর-পূর্ব পাশে। বর্তমানে প্রতিষ্ঠানে দুই শতাধিক আবাসিক ছাত্র রয়েছে।
প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, ছাত্রদের লেখাপড়ার মানোন্নয়নে আন্তর্জাতিক মানের ক্বারিদের আমন্ত্রণ জানিয়ে নিয়মিত কোরআন প্রশিক্ষণের আয়োজন করা হয়। তিনি আরও বলেন, “আমি আল্লাহর জন্য আমার এই ছাত্রদের দ্বীনের শিক্ষা দিয়ে থাকি। যেনো তারা ভালো মানের হাফেজ ও আলেম হয়ে সমাজে অবদান রাখতে পারে। আমার একমাত্র কামনা—এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত টিকে থাকুক।”
মাদরাসার প্রতিষ্ঠাতা সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন তার প্রতিষ্ঠান থেকে প্রত্যেক ছাত্রই একজন আদর্শ হাফেজ ও আলেম হয়ে গড়ে ওঠে।
আপনার মতামত লিখুন