
পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কনে পক্ষের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পাঁচজনকে সংকটজনক অবস্থায় বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নামানো একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ওই সিএনজির ৭ যাত্রী আহত হন। এরপর দ্রুতগতিতে বাসটি কনে পক্ষের যাত্রীবাহী আরেকটি সিএনজির ওপর উঠে গেলে আরও আটজন আহত হন।
আহতদের মধ্যে ইউসুফ খান (৬৫), কালাম হাওলাদার (৪০), মোশাররফ (৪৫), আবু সালেহ খান (৪০), আফজাল খান (৩৫), রহিম খান (২৫), শামীম হাওলাদার (৩৫), জেসমিন আক্তার (৪৫), ফেরদৌস (১৮), এমি (২০) ও আজিজ খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫
পটুয়াখালী–কুয়াকাটা মহাসড়কের মানিকঝুড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কনে পক্ষের যাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের মধ্যে ১১ জনকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে পাঁচজনকে সংকটজনক অবস্থায় বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াকাটা থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী নামানো একটি সিএনজিকে ধাক্কা দেয়। এতে ওই সিএনজির ৭ যাত্রী আহত হন। এরপর দ্রুতগতিতে বাসটি কনে পক্ষের যাত্রীবাহী আরেকটি সিএনজির ওপর উঠে গেলে আরও আটজন আহত হন।
আহতদের মধ্যে ইউসুফ খান (৬৫), কালাম হাওলাদার (৪০), মোশাররফ (৪৫), আবু সালেহ খান (৪০), আফজাল খান (৩৫), রহিম খান (২৫), শামীম হাওলাদার (৩৫), জেসমিন আক্তার (৪৫), ফেরদৌস (১৮), এমি (২০) ও আজিজ খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান জানান, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বরিশালে রেফার করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি রাখা হয়েছে।
আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।
মোবাইল নাম্বারঃ +8801602460060
Email: hr.channela@gmail.com
বিজ্ঞাপনঃ +8801602460060
info@channelabd.com
আপনার মতামত লিখুন