
সেনবাগ উপজেলার সেরা খেলোয়াড়দের নিয়ে শীঘ্রই জমজমাট আয়োজনে উদ্বোধন হতে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি “পৌর ক্রিকেট লীগ ২০২৫” ( PCL) । পুরো আয়োজনটির পেছনে রয়েছে সেনবাগ ক্রিকেট ক্লাব।
ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান সুমন জানান, “আমাদের মূল উদ্দেশ্য সেনবাগ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার বেছে নিয়ে সামনে নিয়ে আসা। ভবিষ্যতে আমরা একটি পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমী গড়ে তুলতে চাই, যাতে এখানকার ক্রিকেটারা জাতীয় পর্যায়ে খেলতে পারে।”
টুর্নামেন্টে থাকবে ৩টি শক্তিশালী দল, যথাক্রমে- FREEDOM 24, GIANT CRICKETERS ও YOUNG FIGHTERS মোট ৪৫ জন প্রতিভাবান ক্রিকেটার। এদের একটাই লক্ষ্য-চ্যাম্পিয়ন হওয়া।
মাঠে নামবে সেরা সেরাদের নিয়ে গড়া দলগুলো। টানটান উত্তেজনা, দারুণ প্রতিদ্বন্দ্বিতা আর চরম রোমাঞ্চকর ক্রিকেট লড়াইয়ে কোন দল হবে চ্যাম্পিয়ন- তা দেখার অপেক্ষায় সেনবাগের ক্রিকেটপ্রেমীরা।
আয়োজকরা জানিয়েছেন, “এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং সেনবাগ ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন।” সেনবাগের মাঠে তাই শীঘ্রই জমে উঠবে ব্যাট-বলের মহালড়াই। ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে উন্মুক্ত আমন্ত্রণ- “এসে দেখুন কার হাতে ওঠে চ্যাম্পিয়নের ট্রফি।”
উক্ত ক্রিকেট খেলার প্রচার ও প্রসারে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, TV9 BANGLA, bdposts.com, Channel A, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ।
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
প্রকাশের তারিখ : ০২ অক্টোবর ২০২৫
সেনবাগ উপজেলার সেরা খেলোয়াড়দের নিয়ে শীঘ্রই জমজমাট আয়োজনে উদ্বোধন হতে যাচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি “পৌর ক্রিকেট লীগ ২০২৫” ( PCL) । পুরো আয়োজনটির পেছনে রয়েছে সেনবাগ ক্রিকেট ক্লাব।
ক্লাবের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান সুমন জানান, “আমাদের মূল উদ্দেশ্য সেনবাগ উপজেলার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার বেছে নিয়ে সামনে নিয়ে আসা। ভবিষ্যতে আমরা একটি পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমী গড়ে তুলতে চাই, যাতে এখানকার ক্রিকেটারা জাতীয় পর্যায়ে খেলতে পারে।”
টুর্নামেন্টে থাকবে ৩টি শক্তিশালী দল, যথাক্রমে- FREEDOM 24, GIANT CRICKETERS ও YOUNG FIGHTERS মোট ৪৫ জন প্রতিভাবান ক্রিকেটার। এদের একটাই লক্ষ্য-চ্যাম্পিয়ন হওয়া।
মাঠে নামবে সেরা সেরাদের নিয়ে গড়া দলগুলো। টানটান উত্তেজনা, দারুণ প্রতিদ্বন্দ্বিতা আর চরম রোমাঞ্চকর ক্রিকেট লড়াইয়ে কোন দল হবে চ্যাম্পিয়ন- তা দেখার অপেক্ষায় সেনবাগের ক্রিকেটপ্রেমীরা।
আয়োজকরা জানিয়েছেন, “এটি শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং সেনবাগ ক্রিকেটের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন।” সেনবাগের মাঠে তাই শীঘ্রই জমে উঠবে ব্যাট-বলের মহালড়াই। ক্রিকেটপ্রেমীদের জন্য রয়েছে উন্মুক্ত আমন্ত্রণ- “এসে দেখুন কার হাতে ওঠে চ্যাম্পিয়নের ট্রফি।”
উক্ত ক্রিকেট খেলার প্রচার ও প্রসারে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আজকের বসুন্ধরা, বাংলাদেশ মেইল ২৪.নিউজ, TV9 BANGLA, bdposts.com, Channel A, নোয়া সময়, দৈনিক প্রভাতী বাংলাদেশ।
মোবাইল নাম্বারঃ +8801602460060
Email: hr.channela@gmail.com
বিজ্ঞাপনঃ +8801602460060
info@channelabd.com
আপনার মতামত লিখুন