মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
চ্যানেল এ

অবৈধ নিয়োগে ইসলামী ব্যাংকের ক্ষতি ১০ হাজার কোটি টাকা



অবৈধ নিয়োগে ইসলামী ব্যাংকের ক্ষতি ১০ হাজার কোটি টাকা

দেশের বৃহত্তম বেসরকারি ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ ও অদক্ষ কর্মীদের কারণে প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতির খবর প্রকাশের পর এর প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় পাঁচবিবি তিন মাথা মোড়ে এই কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ।

ইউএনবি সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় গত সাত বছরে কোনো পরীক্ষা বা বিজ্ঞপ্তি ছাড়াই ৮ হাজারের বেশি অর্ধশিক্ষিত ও অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের কারণে ব্যাংকটি প্রতিবছর প্রায় ১,৫০০ কোটি টাকা লোকসানের মুখে পড়ে, যা সাত বছরে দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকায়।

এই প্রেক্ষাপটে শনিবারের মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরের অবৈধ নিয়োগ বাতিল ও যোগ্যতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল বাশার,ডাঃ মোশারফ হোসেন,শামিস সরদার,সুহেল হোসেন,তাজুল ইসলাম,বিশিষ্ট ব্যাবসাহী হারুনুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, অর্ধশিক্ষিত ও রাজনৈতিক প্রভাবে নিয়োগপ্রাপ্ত কর্মীদের কারণে ব্যাংকিং খাত ধ্বংসের মুখে। আমরা চাই, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশের ব্যাংকগুলোতে নিয়োগ হোক, যাতে জনগণের আমানত নিরাপদ থাকে।

তারা আরও দাবি জানান, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। দেশের সব অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা নিয়োগ দিতে হবে। পাচার হওয়া অর্থ ফেরত এনে গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকারকে উদ্যোগ নিতে হবে। ব্যাংকের ভাবমূর্তি নষ্টকারী অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন।

আপনার মতামত লিখুন

চ্যানেল এ

মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫


অবৈধ নিয়োগে ইসলামী ব্যাংকের ক্ষতি ১০ হাজার কোটি টাকা

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৫

featured Image

দেশের বৃহত্তম বেসরকারি ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ ও অদক্ষ কর্মীদের কারণে প্রায় ১০ হাজার কোটি টাকার ক্ষতির খবর প্রকাশের পর এর প্রতিবাদে জয়পুরহাটের পাঁচবিবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ অক্টোবর) সকাল ১০টায় পাঁচবিবি তিন মাথা মোড়ে এই কর্মসূচি পালন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ।

ইউএনবি সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ-সংশ্লিষ্ট ব্যবস্থাপনায় গত সাত বছরে কোনো পরীক্ষা বা বিজ্ঞপ্তি ছাড়াই ৮ হাজারের বেশি অর্ধশিক্ষিত ও অদক্ষ কর্মী নিয়োগ দেওয়া হয়। এই নিয়োগের কারণে ব্যাংকটি প্রতিবছর প্রায় ১,৫০০ কোটি টাকা লোকসানের মুখে পড়ে, যা সাত বছরে দাঁড়িয়েছে ১০ হাজার কোটি টাকায়।

এই প্রেক্ষাপটে শনিবারের মানববন্ধনে বক্তারা অবিলম্বে ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং সেক্টরের অবৈধ নিয়োগ বাতিল ও যোগ্যতা ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল বাশার,ডাঃ মোশারফ হোসেন,শামিস সরদার,সুহেল হোসেন,তাজুল ইসলাম,বিশিষ্ট ব্যাবসাহী হারুনুর রশিদ প্রমুখ।

বক্তারা বলেন, অর্ধশিক্ষিত ও রাজনৈতিক প্রভাবে নিয়োগপ্রাপ্ত কর্মীদের কারণে ব্যাংকিং খাত ধ্বংসের মুখে। আমরা চাই, মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশের ব্যাংকগুলোতে নিয়োগ হোক, যাতে জনগণের আমানত নিরাপদ থাকে।

তারা আরও দাবি জানান, ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম কর্তৃক প্রদত্ত সব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। দেশের সব অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা নিয়োগ দিতে হবে। পাচার হওয়া অর্থ ফেরত এনে গ্রাহকদের স্বার্থ রক্ষায় সরকারকে উদ্যোগ নিতে হবে। ব্যাংকের ভাবমূর্তি নষ্টকারী অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ে বৈষম্য বিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ রাজপথে নামবে বলে হুঁশিয়ারি দেন।


চ্যানেল এ

মোবাইল নাম্বারঃ +8801602460060

Email: hr.channela@gmail.com
বিজ্ঞাপনঃ +8801602460060
info@channelabd.com


কপিরাইট © ২০২৫ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত