আমতলী (বরগুনা) প্রতিনিধি।
আমতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ১৫০০ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খাঁন এ চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে গাছের চারা বিতরনী সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা পপি সাহা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান, নিখিল চন্দ্র শীল ও হুমায়ুন কবির প্রমুখ। সভায় শিক্ষার্থী ছাড়াও ৬০ টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়।