এ ছাড়া অসৎ উপায় অবলম্বনের জন্য নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া একই কেন্দ্রের ছয়জন শিক্ষকের কাছে মোবাইল ফোন পাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইউনুস আলী সিদ্দিকী।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে বরিশাল শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষা গ্রহণ করা হচ্ছে। করোনা ও ডেঙ্গু সংক্রামণের বিষয়টি মাথায় রেখে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পরীক্ষা কঠোরভাবে ১৮টি টিমের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও কোনো অনিয়ম পেলে কাউকেই ছাড় দেওয়া হবে না।