ফল খেতে এসে আইন বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী মো. আবদুল মোতালেব বলেন, ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের এসব আয়োজন স্কুল পর্যায় থেকে দেখে আসছি। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কথা মাথায় রেখে এ ধরনের আয়োজনের জন্য তাদের মোবারকবাদ জানাই। তাদের এ ধরনের সুন্দর উদ্যোগ অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করছি।’
নাট্যকলা বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী রিয়া চৌধুরী বলেন, ‘শিবিরের এ আয়োজন খুবই ব্যতিক্রমী মনে হয়েছে।
এ বিষয়ে জবি শিবিরের সভাপতি আসাদুল ইসলাম বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের আগমনের উদ্যোগে এ উৎসবে আম, কাঁঠাল, জাম, আনারসের ব্যবস্থা করা হয়েছিল। ছেলেদের পাশাপাশি আমাদের বোনদের জন্য আলাদা ব্যবস্থা ছিল। শিক্ষার্থীদের সাথে হাসিখুশি ভাবে এই আয়োজনের সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমরা নিজেদের ধন্য মনে করছি।
উদ্বোধনকালে জবি উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘শিবিরের ওই উদ্যোগকে সাধুবাদ জানাই।
এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বিলাল হোসাইন ও বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।