দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী আকিজ ভেঞ্চার গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আকিজ ইলেকট্রিক ও ইলেকট্রনিকস লিমিটেড আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন ব্র্যান্ড ‘আকিজ ক্যাবলস’। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) আকিজ হাউজে এ ব্র্যান্ডের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রাথমিক পর্যায়ে বাজারে আনা হয়েছে ডোমেস্টিক ক্যাবল, যা ঘরোয়া ও বাণিজ্যিক বৈদ্যুতিক সংযোগে ব্যবহারযোগ্য। দেশে বিদ্যুতের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে নিম্নমানের তার ব্যবহারের কারণে অগ্নিকাণ্ড ও শর্ট সার্কিটের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের তথ্য অনুযায়ী, ২০২২ ও ২০২৩ সালে মোট অগ্নিকাণ্ডের প্রায় ৩৭–৩৮% নিম্নমানের ওয়্যারিংয়ের কারণে ঘটেছে।
আকিজ ক্যাবলস নিরাপদ, টেকসই ও মানসম্মত সমাধান প্রদান করবে, যা কমাবে বিদ্যুৎ অপচয় এবং বাড়ি ও প্রতিষ্ঠানের বৈদ্যুতিক সংযোগকে রাখবে সুরক্ষিত।
আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান এস.কে. শামীম উদ্দিন জানান, ভবিষ্যতে বাজারে আনতে যাচ্ছে মিডিয়াম ও হাই ভোল্টেজ, সুপার এনামেল, টেলিকম এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল। আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকসের বিজনেস হেড এ.এস.এম. আওয়াল বলেন, প্রতিটি নিরাপদ সংযোগই নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করবে।
সিনিয়র মার্কেটিং ম্যানেজার আসাদুজ্জামান দীপু জানান, গ্রাহকের আস্থা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আকিজ ক্যাবলস বাজারে দেওয়া হচ্ছে। প্রতিটি পণ্যের সঙ্গে আছে শর্তসাপেক্ষে ২৫ বছরের পারফরম্যান্স ওয়ারেন্টি।
পণ্যটি দেশব্যাপী সকল দোকান ও ডিলার পয়েন্টে পাওয়া যাবে।
আপনার মতামত লিখুন