প্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাব বছরের জন্য ১৮৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৭৫% নগদ এবং ১০% স্টক ডিভিডেন্ড অন্তর্ভুক্ত।
অর্থাৎ আলোচ্য বছরের জন্য প্রতি শেয়ার ১৭.৫০ টাকা নগদ লভ্যাংশ এবং প্রতি ১০টি শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার শেয়ারহোল্ডারদের প্রদান করা হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ সেপ্টেম্বর।
বুধবার (৩ সেপ্টেম্বর) পরিচালনা পর্ষদের ৪৬তম সভায় ২০২৪-২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে ২৮ অক্টোবর, যা ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজন করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪-২৫ হিসাব বছরে কোম্পানির মুনাফা হয়েছে ১,০৩৬.৬২ কোটি টাকা, যা পূর্ব বছরের ১,৩৫৬.৫৩ কোটি টাকার তুলনায় কম। শেয়ার প্রতি আয় (EPS) হয়েছে ৩৪.২২ টাকা, আগের বছরে এটি ছিল ৪৪.৭৮ টাকা।
এদিকে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) পুনর্মূল্যায়নসহ দাঁড়িয়েছে ৩৯৯.৭৪ টাকা এবং পুনর্মূল্যায়ন ছাড়া ২৮৮.২৯ টাকা। শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (NOCFPS) হয়েছে ৫৮.২০ টাকা, যা আগের বছরের ৫৬.৯৬ টাকার তুলনায় বৃদ্ধি পেয়েছে।
ওয়ালটন কর্তৃপক্ষ জানায়, দক্ষ ম্যানেজমেন্টের কারণে পরিচালন ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে নানান চ্যালেঞ্জের মধ্যেও ১,০০০ কোটি টাকার বেশি মুনাফা অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতে কোম্পানি আরও সফলতার দিকে এগোবে বলে তারা আশাবাদী।
আপনার মতামত লিখুন