বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬
চ্যানেল এ
লিংক কপি হয়েছে!
আপনি কি আগের জায়গা থেকে পড়া শুরু করতে চান?
×

পরবর্তী সংবাদ পড়ুন

লোডিং...
শুভ দুপুর, প্রিয় পাঠক!

নোয়াখালীতে মোহাম্মদ হাশেমের গানের জলসা ও ঈদ পুনর্মিলনী


প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ 1 মি. | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড ভুল রিপোর্ট

নোয়াখালীতে মোহাম্মদ হাশেমের গানের জলসা ও ঈদ পুনর্মিলনী

ফেসবুক প্রতিক্রিয়া

লাইক এবং শেয়ার দেখুন
সংবাদের বিষয়সূচি

    ‘আঙ্গো বাড়ি নোয়াখালী, রয়েল ডিস্ট্রিক্ট ভাই’ জনপ্রিয় এই গানের মাধ্যমে গত শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীতে শুরু হয় এক গানের জলসা। নোয়াখালীর আঞ্চলিক গানের জনক অধ্যাপক মোহাম্মদ হাশেমের নামে প্রতিষ্ঠিত হাশেম ফাউন্ডেশন এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করে।


    শুক্রবার (৪ এপ্রিল) জেলা শহর মাইজদীর দত্তেরহাটে হাসু ভিলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জলসা গভীর রাত পর্যন্ত চলে। শিল্পীদের পরিবেশনা এবং দীর্ঘ আড্ডার মধ্য দিয়ে এই ঈদ পুনর্মিলনী শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।


    মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের সহ-সভাপতি ওস্তাদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তফা মনওয়ার সুজনের পরিচালনায় অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন স্বনামধন্য শিল্পী সংগীত পরিবেশন করেন। এদের মধ্যে রায়হান কায়সার শাওন, শাহনাজ হাশেম, কুয়াশা কলি ও মেহবুবা কামাল উল্লেখযোগ্য।


    উল্লেখ্য, প্রয়াত অধ্যাপক মোহাম্মদ হাশেম প্রায় আড়াই হাজার গানের রচয়িতা ও সুরকার ছিলেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন বিশেষ শ্রেণির গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী হিসেবে সুপরিচিত ছিলেন। তার স্মরণে আয়োজিত এই জলসা নোয়াখালীর সংস্কৃতি অঙ্গনে এক বিশেষ মাত্রা যোগ করে।

    এই সংবাদটি আপনার কেমন লেগেছে?
    👍
    লাইক
    ❤️
    ভালোবাসি
    😂
    হা হা
    😮
    ওয়াও
    😢
    দুঃখজনক

    আপনার মতামত লিখুন

    চ্যানেল এ

    বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬


    নোয়াখালীতে মোহাম্মদ হাশেমের গানের জলসা ও ঈদ পুনর্মিলনী

    প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৫

    featured Image

    ‘আঙ্গো বাড়ি নোয়াখালী, রয়েল ডিস্ট্রিক্ট ভাই’ জনপ্রিয় এই গানের মাধ্যমে গত শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীতে শুরু হয় এক গানের জলসা। নোয়াখালীর আঞ্চলিক গানের জনক অধ্যাপক মোহাম্মদ হাশেমের নামে প্রতিষ্ঠিত হাশেম ফাউন্ডেশন এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করে।


    শুক্রবার (৪ এপ্রিল) জেলা শহর মাইজদীর দত্তেরহাটে হাসু ভিলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই জলসা গভীর রাত পর্যন্ত চলে। শিল্পীদের পরিবেশনা এবং দীর্ঘ আড্ডার মধ্য দিয়ে এই ঈদ পুনর্মিলনী শিল্পী, সাহিত্যিক ও সাংবাদিকদের এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।


    মোহাম্মদ হাশেম ফাউন্ডেশনের সহ-সভাপতি ওস্তাদ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুস্তফা মনওয়ার সুজনের পরিচালনায় অনুষ্ঠানে জাতীয় ও স্থানীয় পর্যায়ের বেশ কয়েকজন স্বনামধন্য শিল্পী সংগীত পরিবেশন করেন। এদের মধ্যে রায়হান কায়সার শাওন, শাহনাজ হাশেম, কুয়াশা কলি ও মেহবুবা কামাল উল্লেখযোগ্য।


    উল্লেখ্য, প্রয়াত অধ্যাপক মোহাম্মদ হাশেম প্রায় আড়াই হাজার গানের রচয়িতা ও সুরকার ছিলেন। তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন বিশেষ শ্রেণির গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী হিসেবে সুপরিচিত ছিলেন। তার স্মরণে আয়োজিত এই জলসা নোয়াখালীর সংস্কৃতি অঙ্গনে এক বিশেষ মাত্রা যোগ করে।


    চ্যানেল এ

    মোবাইল নাম্বারঃ +8801602460060

    Email: hr.channela@gmail.com
    বিজ্ঞাপনঃ +8801602460060
    info@channelabd.com


    কপিরাইট © ২০২৬ চ্যানেল এ । সর্বস্বত্ব সংরক্ষিত